একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের দু’টি হাট ইজারা না হওয়ায় খাস(খাজনা) আদায় করা হচ্ছে। উপজেলা প্রশাসনের যোগসাজসে উপজেলার কৃষকদের নিকট থেকে অতিরিক্ত খাজনা আদায় করা হলেও আদায়কৃত খাজনার টাকা সরকারী কোষাগারে নামমাত্র টাকা জমা হয়েছে বলে অভিযোগ উঠেছে।ফলে খাজনা আদায়ে যেমন নয় ছয় হচ্ছে, তেমনি ইউনিয়নের উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ
গ্রহনের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কোলা ও ভান্ডারপুর হাট চৌদ্দ শত আটাশ সনেরইজারা না হওয়ায় খাস (খাজনা) আদায় করা হচ্ছে। এ দেই হাটে সপ্তাহে দুইদিন করে সবজি, মাছ, সাইকেল ও বিভিন্ন আসবাবপত্র সহ একদিন গরু-ছাগলের কেনা-বেচা হয়। সবজি এলাকা হিসেবে খ্যাত এ উপজেলা দু’টি হাটে সপ্তাহে বারো হতে চৌদ্দ হাজার মন বিভিন্ন সবজি বেঁচা-কেনা হয়। যা রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।
চাষীদের অভিযোগ, পটল চল্লিশ কেজি মনের পরিবর্তে কৃষকদের নিকট হতে জোর করে,পটল প্রতি মনে বিশটাকা, মরিচ প্রতিকেজি এক টাকা,লাউও কুমড়া পঞ্চাশ পয়সা হিসেবে আদায় করা হচ্ছে। এ ছাড়া প্রতি গরুর খাজনা পাঁচ শত টাকা ও ছাহলেও দুই শত পঞ্চাশ টাকা আদায় করা হচ্ছে। যা সরকার নিধারিত মূল্য হতে অনেক বেশি। এছাড়া আদায়কৃত খাজনা নয় ছয় করে কোষাগারে নামমাত্র টাকা জমা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ফলে ঐ এলাকার হাট উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নবাসী।
এদিকে উপজেলা থেকে দায়িত্বপ্রাপ্ত খাস আদায়কারী ভগিরত কুমার মন্ডল অতিরিক্ত খাস আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন তিনি ।উপজেলা নিবাহী অফিসার বলেন,হাটটি নেওয়া হাটের ইজারাদার যে ভাবে পূর্ব বছর গুলো যে ভাবে হাট পরিচালনা করতো এখন সে ভাবেচালানো হচ্ছে বলে জানান।
বদলগাছী উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান, জানান সরকারী ভাবে হাটটি ইজারা না ইউনিয়ন সহ হাটের কোন উন্নয়ন মূলক কাজ করা সম্ভব হচ্ছে না বলে মনে করেনস্থানীয় ইউনিয়ন হাট কমিটির সভাপতি ও কোলা ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনুর ইসলাম স্বপন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন জানান, এ দুটি হাট ইজারা বিজ্ঞ দেওয়া হলেও কোন টেন্ডার না পাওয়ায় খাস আদায় করা হচ্ছে।আবারও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। হাট থেকে যে পরিমান খাজনা আদায় করা হয় তা সরকারী কোষাগারে জমা হয়। তবে অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়টি জানা নাই বলে জানানউপজেলা খোদ এ অফিসার। কৃষকদের স্বার্থে হাট দুইটি হতে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ এলাকার উন্নয়নে খাস আদায়ের টাকা সঠিক ভাবে সরকারী কোষাগারে
জমার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উদ্ধোতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে সচেতন এলাকাবাসী।