একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে (১৫ জুন বুধবার) থেকে শুরু হয়েছে। ষষ্ঠ জনশুমারী ও গৃহগণনা-২০২২ সপ্তাহ ব্যাপী এ কাযক্রম শেষ হবে আগামী ২১ জুন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জনশুমারী ও গৃহগণনা কার্যক্রম বাস্তবায়ন করবে।
বুধবার রাত্রি ১২.০১ মিনিটে শুমারি রেফারেন্স পয়েন্ট / সময় হিসেবে ধার্য্য করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে সোমবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এরই ধারাবাহিকতায় আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে বুধবার রাত ১২.০১ মিনিটে ভাসমান লোক গণনার মধ্যদিয়ে জনশুমারী ও গৃহগণনা-২০২২ কার্যক্রম উদ্বোধন করেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচাজ মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিনটগরসহ সকল জোনাল অফিসার, মাঠগণনাকারী, সুপারবাইজার, গণমাধ্যম কর্মীবৃন্দ।