নওগাঁ প্রতিনিধিঃ মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আত্রাই উপজেলায় পাকা ঘর পাচ্ছেন বত্রিশ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মুজিববর্ষ উপলক্ষে আশ্রায়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের প্রথম বরাদ্দে নির্মত ওই ঘরগুলো হস্তান্তর করেন মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল এগারো টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভাচুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের ওইসব ঘরের চাবি, জমির দলিল ও কবুলিয়ত হস্তান্তর করেন।
প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভাচুয়ালি হস্তান্তর শেষে আত্রাই উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সভা কক্ষে মুজিব বর্ষ প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে মনিয়ারী ইউনিয়নের কয়ড়া গ্রামের আশ্রন প্রকল্পের বত্রিশটি ভূমিহীন ও গৃহহীন পবিবারকে ঘরের চাবি, জমির দলিল ও কবুলিয়ত হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারী কমিশনার ভূমি,আত্রাই, কাজী মোহম্মাদ অনিক ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, আত্রাই উপজেলা প্রেস ক্লাব সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক কামাল উদ্দিন টগর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, বীর মুক্তিযোদ্ধা শ্রী নীরেন্দ্র নাথ দাস, আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভার প্রাপ্ত আর এম ও সামছুল আলম, উপজেলা প্রকৌশলী জোনায়েত আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী মোঃ ইসমাইল হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ নিজাম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আমিনুল ইসলাম, মনিয়ারী ইউপি চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন মন্ডল, আত্রাই পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, উপজেলা পরিষদের সকল দপ্তর প্রধান, প্রিন্ট ও ইলেকটনিক মডিয়ার সাংবাদিক সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।