কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ব্যপকতা রোধে দেশব্যপী সর্বাত্নক লকডাউরেন প্রথম দিন বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে এখন পর্যন্ত নওগাঁয় সর্বাত্নক পালিত হচ্ছে। উপজেলাসহ গ্রামাঞ্চলের বিভিন্ন হাট বাজারে স্বাস্থ্য বিধিমেনে কাঁচাবাজার বেলা একটা পর্যন্ত দোকান খোলা রেখে বেঁচা-কেনা সহ দু’ একটি ওষধের দোকান ছাড়া সকল প্রকার দোকান পাঠ বন্ধ রয়েছে। বাস,ট্রাক, পিক-আপ,রিক্সাভ্যান, বেটারী চালিত অটো রিক্সা, সিএনজিসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উপজেলার গুরুত্বপূন মোড় সমুহে পুলিশ এবংউপজেলা প্রশাসনের কঠোর সতক নজরদারী লক্ষ্য করা গেছে। সকল রাস্তায় যানবাহনে নিয়ন্ত্রনে পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম, আত্রাই থানার ভারপ্রাপ্ত কমকর্তা(ওসি) মোঃ আবুল কালাম আজাদ সরাসরি রাস্তায় নেমে এসব ব্যবস্থা তদারকী করছেন।
আত্রাই থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ জানিয়েছেন থানার সকল পুলিশ কর্মকতা এবং পুলিশ সদস্য এই করোনা মহামারীতে নিরলস ভাবে দায়িত্ব পালন করছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টিম পুরো উপজেলায় টহল প্রদান অব্যাহত রেখেছে।