নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন পেশার মানুষের সাথে মত বিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি কাজী মোহম্মাদ অনিক ইসলামের সঞ্চলনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।
এ সময় উপজেলার সকল অফিসার-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সেবাগ্রহিতা, জন প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন নবাগত জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। এসময় উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপ অফিসার ডাঃ রোখসানা হ্যাপী, সাবেক মুক্তি যোদ্ধা কমন্ডার মোঃ আব্দুল মালেক মোল্যা, বীর মুক্তি যোদ্ধা নীরেন্দ্র নাথ দাশ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল,সাধারন সম্পাদক মোঃ আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক কামাল উদ্দিন টগরসহ গণমাধ্যমকর্মী, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমুদ্দিন মন্ডল, বিশা ইউপি চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন তোফা,পাঁচুপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোঃ খবিরুল ইসলামসহ সকল ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান, সদস্য, মহিলাসদস্য, গ্রাম পুলিশ, বিভিন্ন এনজিও সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন।