কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ দেশব্যাপী একযোগে সিরিজ বোমা হামলাকারীদের বিচারের দাবীতে নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ একুশ আগষ্ট সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
গৃহীত কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল। প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বী জুয়েল এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, উপজেলা ভাইসচেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, সহ- সভাপতি গহের আলী, আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ শহিদুল ইসলাম সহীদ, ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা শ্রী তরুন কুমার দত্ত, পাঁচুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম ফৌজদার, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ছাইফুল ইসলাম,উপজেলা মহিলা লীগ সাধারন সম্পাদিকা জাহেদা বেগম, সাবেক ছাত্র লীগ সভাপতি ও যুব লীগ নেতা আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রলীগ সভাপতি মসনদ মেহেদী স্বরুপ, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সোহাগ প্রমূখ।
বক্তারা নাক্কার জনক ও বোমা হামলার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। উল্লেখ্য দুই হাজার পাঁচ সালের সতের আগষ্ট সকাল এগারো টা ত্রিশ মিঃ মধ্যে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি দেশের চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালায় প্রেসক্লাব,গুরুত্ব পূণ স্থাপনা ও ঢাকায় চৌত্রিশটি সহ সাড়ে চার শত স্পটে প্রায় পাঁচ শত বোমার বিষ্ফোরন ঘটিয়ে জঙ্গীরা দেশে অরাজগতা তৈরির চেষ্টা করেছিল।