নওগাঁয় সাড়ে চারশো পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার সকাল সাড়ে দশটায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জার্মান ভিত্তিক দাতা সংস্থা মুসলিম হেলফেন-এর অর্থায়নে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা রানীর সহযোগিতায় সোস্যাল এইড রমজান মাস উপলক্ষে এই সাড়ে চারশো দরিদ্র পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরন করে।
নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগিদের হাতে খাদ্যসামগ্রী বিতরন করেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, সোস্যাল এইড-এর প্রজেক্ট কো-অডিনেটর মো: আবির হোসাইন, ডকুমেন্টেশন এন্ড কমিউনেশন অফিসার বায়েজিদ আহমেদ, রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খান এবং এটিএন বাংলা প্রতিনিধি এ এস এম রাযহান আলম উপস্থিত ছিলেন।
প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল, ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান