নওগাঁয় সপ্তাহ ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ২০২৩ শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় স্থানীয় মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এই মেলার আয়োজন করে।
নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিসিক নওগাঁ কার্যালয়ের উপ-মহাব্যাবস্তাপক শামীম আক্তার মামুন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক সম্প্রসারন কর্মকর্তা মো: ওয়েস কুরুনী।
নওগাঁর ব্যক্তি গত এবং সমাতিভিত্তিক ৩২টি ষ্টলে বিভিন্ন হস্তজাত দ্রব্য, মৃৎ শিল্প, মধু, খাদ্যজাত, খেলনা, শো-পিচসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী প্রদর্শিত হচ্ছে।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান