নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
আজ সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
নওগাঁজুড়ে সন্ধ্যা থেকে সকাল ৭টা পর্যন্ত শীতের প্রকোপ থাকছে বেশি। তবে বেলা বাড়ার সাথে সাথে গরমের দাপট থাকছে বেশ। সবজি উৎপাদনে বৃহৎ জেলা এটি। এ জেলায় উৎপাদিত সবজি জেলার চাহিদা পূরণের পাশাপাশি রফতানি হয় দেশের বিভিন্ন বাজারে। শীত আগমনে সকালের দিকে মাঠে কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে।
অন্যদিকে, শীত আগমনে জেলার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বেড়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ফলে এই সময়টাতে শিশু এবং বয়স্কদের প্রতি বাড়তি ও বিশেষ নজর রাখতে বলা হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৪০ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি