আব্দুল্লাহ আল মারুফ সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রোপা আমন ধান কাটা শুরু হয়েছে পুরোদমে ধান কাটা শুরু হতে আরো এক সপ্তাহ পেরিয়ে যাবে। কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বাড়াকান্দি গ্রামের মো:আজিজুল হক কয়েক একর জমিতে রোপা আমন চাষ করেছেন। ফসলওবেশ ভালো হয়েছে। আজিজুল হক হাসিমুখে বলেন, গত বছর ধান আবাদ করে অনেক ক্ষতি হয়েছিল।এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। ফলন ভালো হওয়ার কারণ হিসেবে তিনি রাসায়নিক সারের তুলনায় জৈব সার বেশি দিয়েছি যার কারণে ফলন ভালো হয়েছে। তিনি আরো বলেন, ধান কাটতে আরও কয়েকদিন সময় লাগবে। এরপর শুরু হবে ধানমাড়াইয়ের কাজ। আজিজুলের মতো আরো অনেক কৃষক এবার চলতি মৌসুমে লাভের আশা করছেন।বাড়াকান্দি গ্রামের অন্য আরেক কৃষক নজরুল ইসলাম বলেন ফলন গতবছরের চেয়ে এবার ভালে হয়েছে কিন্তু ধানের দাম প্রতিমণে ৪৫০-৫০০ টাকা। ধানের দাম এতো কম হওয়ায় অনেক হতাস।তার মতে, ধানের দাম বেশি হলে আমাদের অনেক লাভ হতো। কামারখন্দ উপজেলার বাড়াকান্দি,রসুলপুর,কর্ণসূতি, কয়েলগাতীসহ কয়েকটি গ্রামে ঘুরে দেখা গেছে ধান কাটা-মাড়াই কাজ করছে কৃষক। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন,আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষকরা আগামী দুই সপ্তাহের মধ্যে সব ধান ঘরে তুলতে পারবে।গতবছর আবহাওয়া অনুকূলে না থাকায় কিছু ক্ষতি হলেও এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে। কৃষকেরা এবার লাভের মুখ দেখবেন এমনটা আশাবাদী কৃষি অধিদপ্তর ।