চা শ্রমিকদের ধানী জমিতে স্টেডিয়াম নির্মাণের প্রতিবাদে মানব বন্ধন করেন স্থানীয় চা শ্রমিক কৃষক। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগান বৌদ্ধভূমির পাশে রোববার সকাল ১০ টা সময় মানববন্ধন করেন চা শ্রমিকরা।
মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন চা শ্রমিকদরা। কর্মসূচিতে বক্তাদের মধ্যে দুলাল কাহার বলেন প্রায় দুই’শ বছর ধরে বসবাস করে আসছি আমরা। পাহাড় জঙ্গল পরিষ্কার করে ধান চাষ করছি এই জমি কোনোভাবে বিফলে যেতে দেব না। এই জায়গা নিয়ে নিলে আমরা কোথায় যাব! কি করে চলবে আমাদের সংসার। বাবুল দোষাদ বক্তব্যে বলেন, যেখানে প্রধানমন্ত্রী কথা দিয়েছে চা শ্রমিকরা ভূমিহীন থাকবে না যার যার জায়গা নিজেদের নামে করে দিবে আজ কেন চা শ্রমিকদের ধানী জমিতে স্টেডিয়াম নির্মাণ করতে চায়। আমরা যাব কোথায় প্রতিটি ঘরে দুই তিনটি সংসার বসবাস করে আসছে এক ঘরেই গরু ছাগল নিয়ে ঘুমাতে হয় আমাদের। এইদিকে নিজের জমিতে ঘর বানাতে চাইলে বাগান ম্যানেজমেন্ট বাঁধা দেয় আর অন্যদিকে প্রভাবশালীরা আমাদের ধানী জমিতে জোরপূর্বক ভাবে স্টেডিয়াম নির্মাণ করতে চায়।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সামেলিয়া হাজরা ও বাবুল দোষাদ বলেন, আমরা মামলা করেছি সরকারের বিরুদ্ধে ২০১৫ সালে নিজেদের জায়গা নিজেদের নামে নামজারির জন্য এখনো কোনো খবর পাওয়া যায়নি কোর্ট মাধ্যম হতে।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান