মরক্কোর তারকা গায়ক সাদ লামজারেদ ফ্রান্সে এক তরুণীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন এবং আদালত তাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে। গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) প্যারিসের একটি আদালতের রায় ঘোষণার পর লামজারেদ (৩৭) কোনো প্রতিক্রিয়া দেখাননি। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
সংক্ষিপ্ত বিচারের সময় তিনি ২০১৬ সালে প্যারিসের একটি হোটেলে এক নারীকে ধর্ষণ করার কথা অস্বীকার করেছিলেন। লামজারেদ আরব সঙ্গীত জগতে বিখ্যাত।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০১৬ সালে যখন লামজারেদকে গ্রেপ্তার করা হয়েছিল তখন মরক্কোর রাজা লামজারেদকে দেশের সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত করেছিলেন। গায়কের অনেক ভক্ত সেই সময়ে অভিযোগ করেছিলেন যে, তিনি প্রতিবেশী আলজেরিয়ার চক্রান্তের শিকার হয়েছিলেন। যা মরক্কোর সঙ্গে সম্পর্ককে উত্তেজিত করেছে।
গ্রেপ্তারের পরে লামজারেদ যে প্রথম গানটি প্রকাশ করেছিলেন সেটা রাজাকে উৎসর্গ করে দেখান যে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। গানটি ১৪০ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে।
এই রায়ের বিরুদ্ধে আপিল করার তার কোনো পরিকল্পনা আছে কি না তা সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন