ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃতদেহ সড়কপথে গোপালগঞ্জে নিয়ে দাফন করা হবে।
আজ রবিবার (১৪ জুন) সকালে প্রতিমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) নাজমুল হক সৈকত এ তথ্য জানান।
তিনি বলেন, মন্ত্রীর মৃতদেহ গোপালগঞ্জ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সড়কপথে গোপালগঞ্জে নিয়ে জানাজা ও দাফন হবে। এদিকে ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। নিজ দলের নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, শনিবার (১৩ জুন) রাত পৌনে ১২টায় ধর্ম প্রতিমন্ত্রী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। পরে রবিবার সকালে তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ৭৪ বছর বয়সী শেখ আবদুল্লাহ টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।