চীনের পর দক্ষিণ কোরিয়ায় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। একদিনেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২৯ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত্রের সংখ্যা ৪৩০ ছাড়িয়েছে।
এ অবস্থায় জনসমাগম এড়িয়ে চলতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সরকার। নতুন করে আক্রান্তদের মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দায়েগু এবং তার পার্শ্ববর্তী শহরগুলোকে বিশেষ জোন ঘোষণা করা হয়েছে।
ইতালিতেও বাড়ছে আক্রান্ত্রের সংখ্যা। করোনার আতঙ্কে রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতিতে কমে গেছে। এদিকে ইরানে মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।