অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দ্রুত বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে।
আজ রোববার (১১ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা ইমিডিয়েটলি গভর্নর নিয়োগের সিদ্ধান্ত নেব। বিএসইসি চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রেও ইমিডিয়েট পদক্ষেপ নেয়া হবে।
ইসলামী ব্যাংক দখল সম্পর্কে তিনি বলেন, কেউ আইনের বাইরে থাকবে না। যদি কেউ করে থাকে ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমি বিষয়টি নিয়ে আলাপ করবো, দরকার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেব।
এদিকে এটিএম বুথে টাকা না পাওয়ার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, টাকা নেই বিষয়টি এমন না। এটিএম বুথে কোনো ঝামেলা নেই। দ্রুত সব বুথ খুলবে, টাকাও চলে যাবে।
উপদেষ্টা আরো বলেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য ইতিবাচক কাজ করবেন। কোনো কিছু ফেলে রাখবেন না, বাস্তবায়ন করবেন। সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | ভোর ৫:২০ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি