মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ, গৃহ-নির্মাণ সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য উর্ধ্বগতি ও বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার জিজিএস কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ এলাকায় কুমিল্লা-সিলেট সড়কে জিজিএস কমিটির মহাসচিব মোঃ জাকির হোসেনের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যরা এ মানববন্ধনে অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন জিজিএস কমিটির মহাসচিব মোঃ জাকির হোসেন। তিনি বলেন, প্রতিটি দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এতে সাধারণ মানুষ আজ দিশেহারা। সরকারের উচিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা। তা না হলে আগামী নির্বাচনে মানুষ এ সরকারের ওপর আস্থা নাও রাখতে পারে। তিনি আরও বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সিন্ডিকেটে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতির লাগাম টেনে ধরার জন্য বাজার মনিটরিং আরোও জোরদার করতে হবে।