মোঃ মোস্তাফিজুর রহমান, স্পোর্টস ডেস্কঃ ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে হেরে বাংলাদেশ বোলিং করছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দলে পরিবর্তন এসেছে তিনটি। ইঞ্জুরির কারনে খেলতে না পারা সাকিব আল হাসান ও সাদমান ইসলামের বদলে একাদশে এসেছেন মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার। আর মুস্তাফিজুর রহমানের বদলে একাদশে জায়গা পেয়েছেন আবু জায়েদ রাহি।
Three changes in the Bangladesh playing XI from the first Test. Soumya Sarkar, Mohammad Mithun and Abu Jayed Rahi come in the side replacing Shadman Islam, Shakib Al Hasan and Mustafizur Rahman.#BANvWI #RiseOfTheTigers pic.twitter.com/WcwOY3Y2UL
— Bangladesh Cricket (@BCBtigers) February 11, 2021
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের একাদশে পরিবর্তন একটি। অভিজ্ঞ পেইসার কেমার রোচের বদলে ডাক পেয়েছেন তরুণ পেসার আলজারি জোসেফ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও আবু জায়েদ রাহি।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েইট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেন মোসলি, কাইল মায়ার্স, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), রাখিম কর্নওয়াল, জোমেল ওয়ারিকান, আলজারি জোসেফ ও শ্যানন গ্যাব্রিয়েল।
এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৮ রান। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েইট করেছেন ৪৭ রান, জন ক্যাম্পবেল ৩৬ এবং মাঠে এনক্রুমাহ বোনার ৫২ রান নিয়ে ব্যাটিং করছেন।
আর বাংলাদেশ দলের আবু জায়েদ রাহি ২টি, তাইজুল ইসলাম ২টি এবং সৌম্য সরকার ১টি করে উইকেট হাসিল করেছেন।