দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রব বলেছেন, মুক্তিযুদ্ধ চুরি হয়ে গেছে, স্বাধীনতাও চুরি হয়ে গেছে। তাই এটাকে উদ্ধার করতে হবে।
মুক্তিযোদ্ধা সম্মেলন- ২০২৩ এ অংশ নিয়ে সম্মানিত অতিথির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রব এসব কথা বলেন।
গতকাল শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সম্মেলনটি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
রব বলেন, আজকে যারা ক্ষমতায় আছে তারা কি স্বাধীনতা করেছে? করেনি। ৭১ এর পর জন্ম নিয়ে তারা মুক্তিযোদ্ধা হয়েছে। যে মূলনীতি নিয়ে মুক্তিযোদ্ধ হয়েছে তার সব ধ্বংস হয়ে গেছে। তাই মানুষের অধিকার আদায়ে আমি দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিলাম।
বরিশাল নির্বাচনে চরমোনাই পীরের ওপর হামলার পর নির্বাচন কমিশনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, প্রধান নিবাচন কমিশনার বেয়াদব। তিনি কীভাবে বলেন সে (মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম) বেঁচে আছে না মারা গেছে। একজন প্রাথীকে মারধর করা হয় আর কমিশনার মজা নেয়, অপমান করে।
বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন এই বীর মুক্তিযোদ্ধা। তিনি বলেন, ‘আজকে কেন সমাবেশ ডাকলেন না। যেদিন বিরোধী দল সমাবেশ ডাকে সেদিনই আপনার সমাবেশ ডাকতে হয়। সবাইকে মরতে হবে। কার মৃত্যু যে কীভাবে হবে কেউ জানে না।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, দলটির প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ মুক্তিযোদ্ধারা।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন