আবারও লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার নির্বাচিত হলেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার সুবাদে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার পুরস্কার পেলেন মেসি। এর আগে ২০২০ সালের পর একমাত্র ফুটবলার হিসেবে ফের এই পুরস্কার পেয়ে নজির গড়লেন তিনি।
এছাড়া সেরা প্রথম অ্যাথলিট হিসেবে একই বছরে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার নির্বাচিত হওয়ার পাশাপাশি নিজের দলকেও সেরা পুরস্কার জেতাতে সক্ষম হলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
এদিকে প্যারিস সাঁ জা ছেড়ে বার্সেলোনার প্রাক্তন সতীর্থ সের্জিও বুস্কেটসের সঙ্গে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। ইউরোপের ফুটবল মহলে এই জল্পনা জোরদার হয়েছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সৌদি প্রো লিগের দল আল-হিলালের লোভনীয় প্রস্তাবে সম্মতি জানিয়েছেন লিওনেল মেসি। ফলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে ফের একই লিগে খেলতে দেখা যাবে মেসিকে।
আগামী ৩০ জুনের পর ফ্রি-এজেন্ট হয়ে যাচ্ছেন লিওনেল মেসি ও সের্জিও বুস্কেটস। এরপরেই তাঁরা সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিচ্ছেন বলে দাবি করেছে স্পেনের একটি বিখ্যাত সংবাদমাধ্যম। স্পেনের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লিওনেল মেসিকে বছরে ৩৮৬.৫ মিলিয়ন মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে আল-হিলাল। সেই প্রস্তাবে রাজি হয়েছেন মেসি।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি