দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ ও বোর্ড টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) কার্যক্রম পরিচালনার সময় বাড়ানো হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলবে।
সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এতে জানানো হয়, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আবেদনের প্রেক্ষিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন টিসি, বোর্ড টিসি ও ভর্তি বাতিলের কার্যক্রম আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগ করার প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন টিসি ও বিটিসির জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। আর ভর্তি বাতিল করতে ৬০০ টাকা ফি দিতে হবে শিক্ষার্থীদের।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন