শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দেশ সেরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহপরান সিয়াম (১৪)। সিয়াম ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তিনি উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্ৰামের হোসেন আলী ও সাহেরা খাতুন দম্পতির ছেলে ।
জানা গেছে, ৩ মার্চ সোমবার ঢাকার বনানী আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতার ‘ক’ বিভাগের দীর্ঘ লাফ (লং জাম্প) ইভেন্টে প্রথম স্থান অধিকার করেন সিয়াম। এ ইভেন্টে তিনি ৬ দশমিক ২৮ মিটার দূরত্ব অতিক্রম করেন। এর আগে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
সিয়াম বলেন, অ্যাথলেটিক্সে দেশ সেরা হতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতে সারা বিশ্বের প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সুনাম ছিনিয়ে আনতে চাই।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিয়ামের বাবা হোসেন আলী বলেন, শত অভাব অনটনের মধ্যে থেকেও আমার ছেলে দেশ সেরা হয়েছে। এজন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।
উপজেলা নিবার্হী অফিসার সুমন দাস বলেন, সিয়াম আমাদের অনুপ্রেরণার উৎস। সে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে এজন্য আমরা গর্বিত।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান