ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২১ মে) দেশের ১৫৬ উপজেলায় সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। এরই মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনসংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা এবং যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে দেশের বেশ কিছু এলাকায় জাল ভোট দেওয়ার খবর পাওয়া গেছে।
দেশে যেসব এলাকায় জাল ভোটের খবর পাওয়া গেছে-
কিশোরগঞ্জের কটিয়াদীতে জাল ভোট দিতে গিয়ে কিশোরী-কিশোরী আটক হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এ ঘটনা ঘটে। আটক দুই কিশোরী-কিশোরী হলো- উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মো. আনিচুজ্জামানের ছেলে সিফাতুজ্জামান (১৭) ও একই ইউনিয়নের নওয়াবাড়ীয়া গ্রামের কাঞ্চন মিয়ার মেয়ে তামান্না আক্তার (২০)।
হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দেয়ার অভিযোগে দুই কিশোরসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় দুর্জয় কর্মকার নামে এক যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর দুই কিশোরকে থানায় প্রেরণ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবক দুর্জয় কর্মকার উপজেলার কামাইছড়া গ্রামের প্রদীপ কর্মকারের ছেলে। আটককৃতরা আর দু্ই জন হলো, একই বাগানের বাসিন্দা ময়েশ বার্মিক দাশের ছেলে চঞ্চল বার্মিক দাশ (১৪) ও রমেশ সবরের ছেলে রিমন সবর (১৪)। তাদেরকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। তারা স্থানীয় নতুন বাজারে অবস্থিত শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম।
নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে দুই তরুণকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল পৌনে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কয়েকটি কেন্দ্রে এসব ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তরা হলেন শামসুল আলমের ছেলে রিমন হোসেন (১৯) ও কপিল উদ্দিনের ছেলে সজিবুর রহমান (১৯)।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুই কেন্দ্রে জাল ভোট ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর দক্ষিণ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম। কেন্দ্র দুটি হলো বেলতলী স্কুল কেন্দ্র ও কোমাল্লাহ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। সেখানে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার কর্মী সমর্থকেরা জাল ভোট দেয়ার সময় ভিডিও করায় এক সংবাদকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে।
রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে শঠিবাড়ি মহাবিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে স্থানীয় সংসদ সদস্য জাকির হোসেন সরকারের দুই সমর্থক রুমান মিয়া ও জাকির মিয়া। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই কেন্দ্রে জাল ভোট দিতে ঢুকে পড়ে ৭-৮ জন। তারা হেলিকপ্টার প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা কামরুজ্জামানের পক্ষে জাল ভোট দিতে থাকে। বিষয়টি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী বুঝতে পেরে তাদের ধাওয়া করলে দুইজন আটক হয়।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১:৫৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি