হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইসরায়েলে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। দেশটিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা চালানোর পর থেকেই অভিনেত্রীকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার টিম, পরিবার ও ভক্তরা।
ভারতীয় গণমাধ্যমে অভিনেত্রীর টিম জানিয়েছে, আমরা অবশেষে নুসরাতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি এবং দূতাবাসের সহায়তায় তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তবে আমরা সরাসরি ফ্লাইট পাইনি তাই তিনি একটি সংযোগকারী ফ্লাইটে বাড়িতে ফিরছেন। পাশাপাশি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, আমরা স্বস্তি পেয়েছি এবং ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি নিরাপদে আছেন এবং ভারতে ফিরছেন।
এর আগে অভিনেত্রীর টিম জানায়, নুসরাতের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সব শেষ যখন অভিনেত্রীর সঙ্গে টিমের যোগাযোগ হয় তখন তিনি একটি বেজমেন্টে আশ্রয় নিয়েছেন। কিন্তু এরপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছিল না তার সঙ্গে।
জানা গেছে, সংঘাতময় পরিস্থিতির মধ্যে দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকে পড়েছিলেন নুসরাত। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শেষবার যখন তার টিমের সঙ্গে নুসরাতের যোগাযোগ হয়, তখন তিনি একটি বেজমেন্টে নিরাপদ আশ্রয়ে ছিলেন। এরপর থেকে তারসঙ্গে আর সংযোগ করতে পারছিলেন না তারা।
ইসরায়েল সরকারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, বিমানবন্দরে পৌঁছেছেন অভিনেত্রী কিন্তু বিমানবন্দরে বিশৃঙ্খলার কারণে বিমানে উঠতে পারেননি। আপাতত ইসরায়েলে ভারতে ফেরার বিমানের অপেক্ষায় রয়েছেন নুসরাত।
গতকাল সকালে দক্ষিণ ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রথম দফায় ৫ হাজার রকেট ছোড়া হয় বলে দাবি করে হামাস। ইসরায়েলে ঢুকে পড়েন হামাসের বন্দুকধারীরা। হামাসের আকস্মিক হামলার পর ইসরাইল গাজা উপত্যকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। এ পর্যন্ত কমপক্ষে ২৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজারের বেশি গাজাবাসী।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম