ডিবিএন ডেস্কঃ এবার দেশে নতুন এক প্রজাতির তিমির সন্ধান পাওয়া গেছে। এটির বৈজ্ঞানিক নাম ‘কোগিয়া সিমা’। বামন কোগিয়া প্রজাতির তিমিটি দেখতে অনেকটা হাঙরের মতো। সম্প্রতি কুয়াকাটা সমুদ্রসৈকতে তিমিটি পাওয়া গেছে।
তবে সামুদ্রিক প্রাণী গবেষকরা বলছেন, কয়েক মাস আগে কুয়াকাটা সমুদ্রসৈকতে আটকে পড়ে কোগিয়া সিমা প্রজাতির তিমিটি। পরে তিমির ছবি তুলে ফেসবুকে শেয়ার করেন কুয়াকাটা ডলফিন সংরক্ষণ কমিটির সদস্যরা। ওই ছবি গবেষণা করে নতুন প্রজাতির তিমির সন্ধান পান গবেষকরা।
সুত্রে জানা গেছে, তিমিটিকে কুয়াকাটা সমুদ্রসৈকতে জীবিত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা তিমিটিকে সমুদ্রে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেও স্রোতের কারণে বারবার তীরে ফিরে আসে। প্রায় দুই ঘণ্টা পর তিমিটি মারা যায়। এরপর তিমির ছবিগুলো বিশ্লেষণ করে বাংলাদেশে প্রথম এই প্রজাতির তিমি শনাক্ত করেন গবেষকরা।