ডিবিএন ডেস্কঃ দেশের চাহিদা মিটিয়ে দেশে তৈরি মুঠোফোন এখন নেপালে রপ্তানি হচ্ছে। সিম্ফনি নিজেদের কারখানায় তৈরি মুঠোফোন ২০২১ সালের অক্টোবর মাস থেকেই রপ্তানি করছে। শনিবার সাভারের আশুলিয়ায় সিম্ফনি কারখানায় আনুষ্ঠানিকভাবে এ রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-ডাক ও টেলিযোগাযোগসচিব মো. খলিলুর রহমান, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার তার বক্তব্যে জানান, আমি প্রথমেই বাংলাদেশ সরকার এর পক্ষ থেকে এডিসন গ্রুপ এর সিম্ফনি মোবাইল ব্র্যান্ড কে অভিবাদন জানাই। বাংলাদেশে তারাই একটি মাত্র ব্র্যান্ড যারা কোন ধরনের বৈদেশিক বা সরকারী সাহায্য ছাড়াই শুধুমাত্র নিজস্ব উদ্যোগে এতো বড় একটি কারখানা পরিচালনা করছেন যা নিছকই দেশপ্রেম থেকেই এসেছে।দেশে তৈরি মুঠোফোন দ্বিতীয়বারের মতো বিদেশে রপ্তানি হচ্ছে। আগামী পাঁচ বছরে দেশে তৈরি ডিজিটাল যন্ত্র ৫০টি দেশে রপ্তানি হবে। গুণগত মানের সঙ্গে আপস না করে সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে পারলে দেশে তৈরি মুঠোফোন শিগগিরই আন্তর্জাতিক বাজারে বড় একটা জায়গা তৈরি করতে পারবে।
মন্ত্রী আরো বলেন, সিম্ফনি মোবাইলকে অতি দ্রুত আরও ৫০টি দেশে দেখতে চাই এবং এর জন্য যে কোন ধরনের সাহায্য বাংলাদেশ সরকার করবে বলে আমি আশা করি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিম্ফনি জানিয়েছে, বাংলাদেশ থেকে সিম্ফনি মোবাইলই প্রথম সরাসরি ব্র্যান্ড নেইম নিয়েই ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত স্মার্টফোন রপ্তানি করছে। এটাকে তারা দেশের রপ্তানি খাতে নতুন এক মাইলফলক হিসেবে উল্লেখ করছে। প্রথমবার তিনটি মডেলের প্রায় ১৫ হাজার মোবাইল সরাসরি এ্যাপেক্স গ্রুপের কাছে পাঠানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মডেলের প্রায় ১০ হাজার করে পণ্য সিম্ফনি মোবাইলের হয়ে তারা নেপালে বাজারজাত করবে।
এদিকে, সিম্ফনির ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদ জানান, সিম্ফনি মোবাইল বাংলাদেশের ব্র্যান্ড। বাংলাদেশ থেকে আমরা প্রতি মাসেই ১০ হাজার প্রোডাক্ট নেপালের মার্কেটে রপ্তানি করব। আমাদের ফ্যাক্টরিতে প্রতি মাসে ১০ লাখ প্রডাক্ট আমরা উৎপাদন করতে পারি। এই ফ্যাক্টরিতে ১৫ শ মানুষ কাজ করছে কিন্তু এর পাশাপাশি প্রায় আরও কয়েক লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই উৎপাদন কার্যক্রম এর সঙ্গে জড়িত আছে। চলতি ২০২২ সালেই নেপাল বাদেও আমরা নাইজেরিয়া, সুদান, ভিয়েতনাম, শ্রীলংকায় আমাদের মোবাইল ফোন রপ্তানি করার পরিকল্পনা করছি।