দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় বিপাকে পড়েছে হতদরিদ্র থেকে নিম্ন আয়ের মানুষ।
আজ শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, শনিবার পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। শুক্রবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, দেশের উত্তর অঞ্চলের ৮ জেলার মধ্যে পঞ্চগড়ে সবচেয়ে বেশি শীত অনুভূত হয়। হিমালয়ের অতি নিকটবর্তী হওয়ার কারণে এমন আবহাওয়া বিরাজ করে প্রতিবছর। আর যখনই হিমেল হাওয়া এ জেলার ওপর দিয়ে বয়ে যায় তখনই তাপমাত্রার পারদ হ্রাস পেতে শুরু করে।
অন্যদিকে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্তের পরিমাণ। প্রতিদিনই জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্তরা চিকিৎসা নিতে ভিড় করছেন।
আজ ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ৬ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৪৬ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি