বিনোদন ডেস্কঃ একতরফা মুসলিম বিদ্বেষ দেখানোর অভিযোগে কাশ্মীরি পণ্ডিতদের নিপীড়ণ নিয়ে তৈরি সিনেমা দ্য কাশ্মীর ফাইলস নিষিদ্ধ হল সিঙ্গাপুরে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই মিশ্র জাতির দেশে ভারতীয় এই ছবিকে সিনেমা হল প্রদর্শনীতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই দেশের সিনেমা সংক্রান্ত গাইডলাইন লঙ্ঘিত হয়েছে বলে জানিয়েছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।
খবর চ্যানেল নিউজ এশিয়ার বরাতে জানা যায়, সিঙ্গাপুরের সিনেমা নিয়ন্ত্রণ সংস্থা দ্য ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (আইএমডিএ) দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, হিন্দি ভাষার ‘দ্য কাশ্মীর ফাইলস’র বিষয়বস্তু তাদের নীতিমালার বাইরে। এই ছবিতে যা দেখানো হয়েছে তা এদেশের সম্প্রীতিকে আঘাত করতে পারে। যা কিনা দেশে অশান্তি সৃষ্টি করতে পারে। সেই কারণেই এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
তারা আরো জানিয়েছে, এই ছবিটি অত্যন্ত উস্কানিমূলক এবং একতরফা মুসলিম বিদ্বেষ দেখিয়েছে হিন্দুদের নিপীড়ণের নামে। কাশ্মীরে হিন্দুদের উৎখাত নিয়ে মুসলিমদের ভিলেন করা হয়েছে ছবিতে। এই ধরনের প্রদর্শনের ফলে দুই সম্প্রদায়ের মধ্যে দ্বেষ বাড়তে পারে। সামাজিক সম্প্রীতি নষ্ট হবে এবং ধর্মীয় একাত্মবোধে আঘাত করবে। সিঙ্গাপুরের মতো বহুজাতীয় সমাজে কুপ্রভাব ফেলবে এই ছবি।
প্রসঙ্গত, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত-নির্মিত এই ছবি চলতি বছরের ১১ মার্চ মুক্তি পেয়েছে ভারতের প্রেক্ষাগৃহে। স্বল্প বাজেটের সিনেমাটি বক্স অফিস থেকে এখন পর্যন্ত ২৫০ কোটি রুপিরও বেশি ব্যবসা করেছে। নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগ এবং হত্যাকে ঘিরে এগিয়েছে সিনেমাটির গল্প। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, পল্লবী জোশী, মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতারা।
ইতিমধ্যেই ছবির জন্য বিবেককে আগাম শুভেচ্ছাবার্তা দিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। স্বাগত জানিয়েছেন শিখ দাঙ্গার শিকার হরবিন্দ্র সিংহ ফুলকাও।