জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক আকতার চৌধুরী ও সদস্য সচিব রোকমুনুরজামান রনি দেশের সব গুলো জেলাতে অনলাইন প্রেসক্লাব গঠনের কাযর্ক্রম শুরু করার জন্য অনলাইন সাংবাদিক বন্ধুদের কাছে উদাত্ব আহ্বান জানিয়েছেন। সেই সাথে যাদের কমিটির মেয়াদ শেষ হয়েছে তাদের কেন্দ্রে যোগাযোগ করে নতুন কমিটি গঠনের অনুরোধ করেছেন । দেশের ৬৪টি জেলার মধ্যে, কক্সবাজার, মুনশিগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, সিলেট, চিটাগং, নেত্রকোনা, মৌলভী বাজার, যশোর, খুলনা, ভোলা, পিরোজপুর, বরিশাল, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, ঠাকুরগা, নীলফামারী, কুড়িগ্রাম, শেরপুর, ফেনী, হবিগঞ্জ, নরসিংদীসহ দেশের ৫২টি জেলায় এবং ৯৬টির অধিক উপজেলায় ইতোমধ্যে “ অনলাইন প্রেসক্লাব “ গঠিত হয়েছে । বাকি বেশ কিছু জেলায় ও উপজেলায় অনলাইন প্র্রেসক্লাব গঠন প্রক্রিয়াধীন ।
অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন প্রণালী :
১. আহ্বায়ক- ১ জন ও সদস্য সচিব ১ জন।
২. যুগ্ম-আহ্বায়ক- সর্বনিম্ন ১ জন থেকে সর্ব উচ্চ ৯ জন কমিটির মোট সদস্য সংখ্যার ৫ ভাগের ১ ভাগ হতে পারবে।
৩.বাকি পদে নির্বাহী সদস্য যুক্ত করে কমিটির মোট সংখ্যা সর্বনিম্ন ৭ সদস্য থেকে সর্বউচ্চ ২১ সদস্য বিশিস্ট হতে পারে।
বি:দ্র: অনলাইনে নারী সাংবাদিক থাকলে কমিটিতে রাখা বাধ্যতামুলক।
আলোচনা সাপেক্ষে কমিটি গঠন করে নীচের ই-মেইল ঠিকানায় পাঠিয়ে দিতে অনুরোধ করেছেন:
E-mail: info@onlinepressclub.org