দেশের বাজারে আবারো বাড়লো স্বর্ণের দাম। বুধবার (৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায় ভরি প্রতি দাম বাড়বে ২ হাজার ৪১ টাকা।
বৃহস্পতিবার (৪ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে। বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা এবং ১৮ ক্যারেট বিক্রি হচ্ছে ৪২ হাজার ৮শ ৬ টাকা। দাম বাড়ার পর ২২ ক্যারেট স্বর্ণ ৫২ হাজার ১৯৬ টাকা, ২১ ক্যারেট ৪৯ হাজার ৮শ৬৪ টাকা এবং ১৮ ক্যারেট বিক্রি হবে ৪৪ হাজার ৮শ ৪৮ টাকা। তবে, রূপার দাম থাকছে অপরিবর্তীত। প্রতি ভরি রূপা পাওয়া যাবে ১ হাজার ২০ টাকায়।