সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বৃহস্পতিবার (১১ জুন) বলেছেন, সরকারের নির্দেশে যেকোনো সংকটে বা দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করবে।
জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘দেশের প্রয়োজনে সেনাবাহিনী বেড়িবাঁধ নির্মাণসহ যেকোনও কাজ করবে। বড় বড় ড্রেজিংয়ের কাজ, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের মেগা প্রজেক্ট সেনাবাহিনী করছে। সিরাজগঞ্জ ও জামালপুরে বাঁধ রক্ষার কাজ সেনাবাহিনী সফলভাবে করছে। উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণের কাজ সেনাবাহিনীকে দিলে আগ্রহ সহকারে করা হবে।’।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে সাতক্ষীরা সার্কিট হাউজে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ঘুর্ণিঝড় আম্পানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের গৃহনির্মাণ, খাদ্য সরবরাহ, সুপেয় পানি, চিকিৎসা সেবাসহ বিভিন্নভাবে সহযোগিতা করছে সেনাবাহিনী। ইতোমধ্যে উপকূলীয় এলাকায় আম্পানে ধসেপড়া ৪৬০টি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে, ১০ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ১৬টি পানি বিশুদ্ধকরণ মেশিন প্রস্তুত করা হয়েছে। ৩টি মেশিনের সাহায্যে সাতক্ষীরা উপকূলীয় এলাকায় খাবার পানি সরবরাহ করা হচ্ছে।
দেশের উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণেও সেনাবাহিনী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সহযোগিতা করবে। এছাড়া আম্পানের তাণ্ডবে ধসেপড়া বেড়িবাঁধের যে সমস্ত জায়গায় জরুরিভাবে মেরামত করা প্রয়োজন ইতোমধ্যে সেনা সদস্যরা সেসমস্ত বেড়িবাঁধ নির্মাণ কাজে সহযোগিতা দিয়ে যাচ্ছে। শুধু আম্পান নয়, করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে সেই শুরু থেকেই সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।’
‘বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনা বাহিনী প্রতিটি জেলায় অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসা সেবা দিয়ে যাবে। ইতোমধ্যে তা শুরু করা হয়েছে,’ যোগ করেন তিনি।’
পরে সেনাপ্রধান ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি ও কয়রাতে যান।
ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর/এমআরবি