বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান সুইজারল্যান্ডের এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন। বিভিন্ন দেশের হয়ে অংশ নেওয়া ৪০ প্রতিযোগীর মধ্যে তিনি ৩য় অবস্থান অর্জন করেন। ১০০ মিটার ইভেন্টে ইমরান ১০.৩৮ সেকেন্ড টাইমিংয়ে তৃতীয় হয়েছেন। অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের অ্যাথলেট ১০.৩৭ সেকেন্ড টাইমিং করে যথাক্রমে প্রথম ও দ্বিতীয়। ইমরান ০.০১ সেকেন্ড পেছনে থেকে তৃতীয় হয়েছেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উল্লেখ্য, এই বছর ফেব্রুয়ারিতে কাজাখস্তানের আস্তানায় ৬০ মিটার ইনডোরে স্বর্ণ জিতে ইতিহাস গড়েন ইমরান। ইমরানকে নিয়ে আসন্ন এশিয়ান গেমসে পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। ইমরানকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আর্থিকভাবে সহায়তা করছে। বাংলাদেশের এই দ্রুততম মানব পরিবার নিয়ে ইংল্যান্ডে বসবাস করেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি