সন্তানদের মধ্য দেশীয় সংস্কৃতি তুলে ধরতে না পারলে তারা অন্য সংস্কৃতিতে আকৃষ্ট হবে। আর তাই দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল বুধবার (১১ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা গ্রামে নাট্যকার আনন জামানের বাড়িতে এক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় গ্রাম থিয়েটার মঞ্চ হলে আমাদের সংস্কৃতি নতুন করে জাগরণ ঘটবে। বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য আছে তাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে পারব। তিনি আরো বলেন, আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে, ভাষা ও সাহিত্য। ভাষার জন্য আমাদের বিরাট ত্যাগ আছে, যা বিশ্ব স্বীকৃত। আমরা যেন সংস্কৃতির অতীত হারিয়ে না ফেলি। এ জন্য গ্রাম থিয়েটার ফেডারেশন যেমন কাজ করছে, তেমনি সারা দেশে সংস্কৃতিকর্মীরাও কাজ করছেন। তৃণমূলে সংস্কৃতিকর্মীদের উদ্বুদ্ধ করতে হবে, তাহলেই আমাদের সংস্কৃতির ভান্ডার আরও সমৃদ্ধ হবে।
উৎসবে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহাবুব, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, অভিনেতা ও কণ্ঠশিল্পী শিমুল ইউসুফ, নাট্যকার আনন জামান প্রমুখ।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন