শাহিদুল ইসলাম ভূঁইয়া, দেবিদ্বার, কুমিল্লা প্রতিনিধিঃ দেবিদ্বার ৫০ শয্যা সরকারি হাসপাতালে ৩০টি ছোট পরিমান ৩টি প্রতিটি ৯৮০০ লিটার পরিমমান অক্সিজেন সিলিন্ডার দিলেন দেবিদ্বার বাকসার গ্রামের সন্তান নিউইয়র্ক প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকার। দেবিদ্বারে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ।সরকারি হাসপাতালে রোগী ভর্তির চাপও বাড়ছে। এতে হাসপাতালে অক্সিজেনের সংকট দেখা দিচ্ছে। এ অবস্থায় পাশে আছি কোভিড ১৯- সেবা টিম এর মাধ্যমে ৫০ শয্যা বিশিষ্ট দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বড় ৯৮০০ লিটারের ৩টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন তিনি।
ডাঃ ফেরদৌস খন্দকারের পক্ষে পাশে আছি কোভিড ১৯- সেবার টিম দেবিদ্বার সরকারি হাসপাতাল এ উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ আহম্মদ কবীর এর হাতে এ সিলিন্ডার, হ্যান্ড সেনিটাইজার, সাবান তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ আহম্মদ কবীর, মোঃ কাউছার হায়দার, শাহিনুর লিপি, মিতা চৌধুরী, মোঃ মনির হোসেন, আয়শা আলী মুক্তা, রিমা আক্তার, আব্দুর রহমান ভূইয়া, মোঃ রাজন ভূইয়া, মোঃ মহিউদ্দিন বাহারুল, মোঃ মামুন, মোঃ বিল্লাল হোসেনসহ আরো অনেকে।
ডাঃ আহাম্মদ কবীর এ বিষয়ে বলেন, রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে যেন অক্সিজেনের সংকট দেখা না দেয় সেজন্য নিউইয়র্ক প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকারকে বিষয়টি অবগত করলে ও পাশে আছি কোভিড ১৯- সেবার স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে রোজ রবিবার ২৫/০৭/২০২১ইং তারিখে ৩টি ২৯ হাজার ৪০০ লিটারের অক্সিজেন সিলিন্ডার, মাস্ক,হ্যান্ড সেনিটাইজার,সাবান উপহার দেন।
এ ব্যাপারে পাশে আছি কোভিড ১৯- সেবা টিম এর সমন্বয়ক কাউছার হায়দার ডাঃ ফেরদৌস খন্দকারের পক্ষ থেকে বলেন দেবিদ্বার উপজেলায় করোনা পরিস্থিতি মোকাবিলায় ডাঃ ফেরদৌস খন্দকারের সহযোগিতা সব সময় অব্যাহত আছে এবং থাকবে। উপজেলার সার্বিক উন্নয়নসহ যেকোনো ধরনের সমস্যা মোকাবিলায় ওনার দুয়ার সবার জন্য উন্মুক্ত। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এই করোনা দুর্যোগ মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।