শাহিদুল ইসলাম ভূঁইয়া (দেবিদ্বার কুমিল্লা প্রতিনিধি): সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আয়োজনে সোমবার দুপুরে উৎসব মূখর পরিবেশে এক বর্ণাঢ্য র্যালী, আনন্দ শোভা যাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
উপজেলার ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে র্যালীতে উপস্থিত ছিলেন- দেবিদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগে কৃষি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, সাবেক ছাত্রলীগ নেতা আমির হোসেন আমু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন, পৌর যুবলীগের সভাপতি কামরুল খালেদ সুমন, সহ সভাপতি মোঃ কাজী সুমন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. নুরুল আমিন, মো. সাদ্দাম হোসেন, গুনাইঘর ইউপি আ. লীগের সভাপতি মো. মোকবল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক মো. ওয়াদুল হাসান রাসেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ হোসাইন আহাম্মদ, সয়ন দাস, আমিনুল ইসলাম সুমন, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আলাউদ্দিন, দেবিদ্বার এস এ সুজাত আলী সরকারী কলেজ ছাত্র লীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাজেদুল ইসলাম, সাধারন সম্পাদক কাজী সিহাব,পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি ছাব্বির আহাম্মদ পলাশ, ছাত্রলীগ নেতা নুরুদ্দিন, আশিকুর রহমান রাতুল, আনোয়ার হোসেন বাপ্পু, নাজমুল হাসান, সাব্বির আহমেদ পলাশ, শুভ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত আলোচনা সভায় বক্তরা ছাত্রলীগের লড়াই সংগ্রামের দীর্ঘ ইতিহাসের স্মৃতিচারণ করে বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ এদেশের প্রতিটি গণআন্দোলনে ছাত্রলীগ রক্ত ঝরিয়ে রাজপথে থেকেছে। ভবিষ্যতেও তাঁরা রাজপথে থেকে দেশের মানুষের মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করবে।
উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা সময়ে রেখেছে গৌরবোজ্জ্বল ভূমিকা। পঁচাত্তর-পরবর্তী সময়ে স্বৈরশাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের লড়াইয়েও ছিল ছাত্রলীগ। গৌরব ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৭২ পেরিয়ে আজ ৭৩ বছরে পদার্পণ করল।
সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা হয়। অনুষ্ঠানটি সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়।