স্পোর্টস ডেস্ক/S.H:
ইউরো কাপে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আর সেই লড়াইয়ে ভাগ্যের কাছে হেরে ইউরো শুরু করলো জার্মানি। বুধবার রাতে জার্মানি বনাম ফ্রান্সের ম্যাচে নিজেদের জালে বল পাঠান শক্তিশালী জার্মানি।
ভাগ্য বলে যে একটি কথা আছে তা আবার প্রমাণ হল ফ্রান্স ও জার্মানির প্রথম ইউরো ম্যাচে। ইউরোপের শক্তিশালী দল হিসেবে এই দু’দলই পরিচিত। আর ইউরোপের দলগুলোর জন্য নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সবচেয়ে বড় সুযোগটা তৈরি হয় ইউরো কাপে। সেই শ্রেষ্ঠত্ব লড়াইয়ে আত্মঘাতী গোলের সাক্ষী হল সবচেয়ে বেশিবার বিশ্বকাপ খেলা দল জার্মানি। বুধবার ফ্রান্স ও জার্মানির ইউরোতে প্রথম ম্যাচ ছিল। খেলার ২০ মিনিটে এমবাপের উদ্দেশে বল বাড়ান লুকা এরনঁদেজ। গোল ঠেকাতে জার্মান ফুটবলার হুমেলস বল পাঠানোর চেষ্টা করেন ক্রসবারের ওপর দিয়ে। কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি অভিজ্ঞ ডিফেন্ডার হুমেলসের। বল চলে যায় জার্মানির নিজেদের জালে। পরে সেই গোল শোধরাবার অনেক চেষ্টাই করেন জার্মানি। কিন্তু ফ্রান্সের ডিফেন্স ভেঙ্গে বল জালে পাঠাতে ব্যর্থ হয় জার্মানরা। দু’দলের নিকট বেশ কিছু সুযোগ আসে, তবে তা কাজে লাগাতে ব্যর্থ দু’দলই। শেষ পর্যন্ত ১-০ গোলে ফ্রান্সের কাছে হেরে মাঠ ছাড়তে হয় জার্মানদের।