আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারত ও বাংলাদেশের হাজার হাজার বাংলা ভাষাভাষী মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে যশোরের বেনাপোল ও দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা। ভৌগলিক সীমারেখা ভুলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় মাথানত করতে এ দেশের মানুষের সঙ্গে একাত্ম হয় পশ্চিমবঙ্গের বাঙালিরাও। সীমান্তের নোম্যানস ল্যান্ডে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুই বাংলার মানুষ। এসময় নানা রঙের ফেস্টুন, ব্যানার ও ফুল দিয়ে বর্ণিল সাজে সাজানো হয় গোটা এলাকা।
অনুষ্ঠানে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী, দু’দেশের সীমান্তে কোনো প্রাচীর থাকবে না বলে আশা প্রকাশ করেন।
পশ্চিমবঙ্গ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, একদিন এই কাঁটাতারটা আর থাকবে না। কাঁটাতারটা চলে যাবে দেখবেন। আমরা এক হয়ে যাব।
দিনাজপুরের হিলির সীমান্তের শূন্য রেখায় অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুই বাংলার সর্বস্তরের মানুষ। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তারা। দিবসটিকে কেন্দ্র করে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।