ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপদে উপ নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার। অথচ এ নিয়ে নগরবাসীর মধ্যে তেমন কোন উৎসাহ নেই। প্রচার প্রচারণার শেষ দিনে মঙ্গলবার আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামও স্বীকার করলেন, এ নির্বাচনে তিনি কোন মজা পাচ্ছেন না। আর এমন নিরুত্তাপের জন্য মিডিয়ার আগ্রহের অভাবকে দায়ী করলেন জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ।
ঢাকা উত্তর সিটির মেয়রপদের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী থাকলেও বেশিরভাগ মানুষ এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাহীন বলে মনে করছেন। কারণ অন্যতম বড় দল বিএনপি এই নির্বাচন নেই। তারপরও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম প্রচার প্রচারণার শেষ দিনে বসে ছিলেন না। ঢাকা উত্তরের দিয়া বাড়ি, বিমানবন্দর, কুড়িল ও বনানী এলাকায় প্রচার কার্যক্রম চালিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি এ পদের জন্য প্রচার প্রচারণার চালিয়ে যাচ্ছেন।
আতিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ থেকে আমাকে প্রার্থী করেছে। জাতীয় পার্টি প্রার্থী দিয়েছে। যারা এসেছে তারা প্রার্থী দিয়েছে। এখন আরেকটা প্রার্থী যদি থাকত, যদি ইলেকশন করত আমার তো মনে হয় অবশ্যই ভালো হত। আমিও মজা পেতাম, আমরাও মজা পেত, আওয়ামী লীগও মজা পেত।’
জাতীয় পার্টির মেয়র প্রার্থী ব্যান্ডশিল্পী সাফিন আহমেদ মনে করেন নগরবাসী পরিবর্তন চায়, আর এ পরিবর্তনের জন্য তিনি নিজেকে যোগ্য মনে করেন। তবে উত্তাপহীনতা তিনিও স্বীকার করেছেন।
সাফিন আহমেদ বলেন, ‘যদি মনে করেন এটা প্রতিযোগিতামূলক নির্বাচন তাহলে আমি সেখানে জেতার জন্যই খেলছি। আমার আর কোনো টার্গেট নেই।’
সাফিন আরো বলেন, ‘আমার কাছে মনে হয়েছে আগ্রহের অভাব আমাদের মধ্যে নেই। মিডিয়া আরো সচল হতে পারতো।’
এছাড়া ঢাকার দুই সিটির নবগঠিত ৩৬টি ওয়ার্ডের নির্বাচনেও প্রার্থীদের প্রচার-প্রচারণার শেষদিন ছিল মঙ্গলবার।
সূত্র : এন টি ভি