অনলাইন ডেস্ক: দুইবার ব্যর্থ প্রচেষ্টার পর ফের চন্দ্র অভিযানে রকেট পাঠানোর তোড়জোড় শুরু করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
আর্টিমিস ওয়ান নামের এই মিশনের ম্যানেজার মাইক সারাফিন বলেছেন, ‘আমাদের সময় এসে গেছে। আশা করছি বুধবারই সেটা হতে যাচ্ছে।
আর্টিমিস ওয়ান মিশন কোনো নভোচারী ছাড়াই একটি পরীক্ষামূলক যাত্রা। চাঁদে নিজেদের দীর্ঘস্থায়ী আধিপত্য ধরে রাখার পাশাপাশি এই মিশন দিয়ে নাসা মঙ্গলে ভবিষ্যতে মহাকাশযান পাঠানোর পরীক্ষা-নিরীক্ষাটাও করে ফেলতে চায়। প্রথম সফল চন্দ্র অভিযানের ৫০ বছর পর আবারও এই ধরনের অভিযানে নামছে নাসা।
নাসার এই রকেটটি স্থানীয় সময় বুধবার রাত ১টায় চাঁদের উদ্দেশে পাঠানোর কথা রয়েছে। কেনেডি স্পেস সেন্টারে এরই মধ্যে কাউন্টডাউনও শুরু হয়ে গেছে।
প্রসঙ্গত, গত সপ্তাহেও হ্যারিকেন নিকোলের কারণে রকেটটিকে চাঁদে পাঠানো যায়নি। আর বুধবার না পাঠাতে পারলে ব্যাকআপ ডেট হিসেবে ১৯ ও ২৫ নভেম্বরকে ঠিক করে রেখেছে নাসা।
/খবর এএফপি/