চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের বন্দর এলাকায় এসএসসি পাস করে মো. জালাল হোসেন দীর্ঘ ৭ বছর ধরে অস্ত্রোপচারসহ বিভিন্ন জটিল রোগের ভুয়া চিকিৎসা করে আসছেন। তবে না আর চিকিৎসা করতে পারেননি। গত সোমবার (৩১ জানুয়ারি) রাতের অভিযানে র্যাবের জালে ধরা পরতে হয় তাকে। অভিযানের সময় বিভিন্ন ডাক্তারি সরঞ্জামাদি জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব ৭-এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, বন্দর থানার কলসী দিঘীর পূর্বপাড় ‘আর কে ড্রাগ হাউস’ নামের একটি দোকানে ডাক্তারি প্যাড তৈরি করে চেম্বার খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সাথে প্রতারণা করে আসছেন তিনি। অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ফার্মেসি এবং চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরনের ভুয়া ডাক্তারি সরঞ্জামাদি জব্দ করা হয়। সে দীর্ঘদিন ভুয়া এমবিবিএস ও সার্জিক্যাল ডাক্তার সেজে নিরীহ রোগীদের অস্ত্রোপচারসহ বিভিন্ন জটিল রোগের ভুয়া চিকিৎসা প্রদান করে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।