দুর্ঘটনা প্রতিরোধে চট্টগ্রাম মহানগরীতে দিনের বেলায় সব ধরনের ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, রপ্তানি পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৯ জানুয়ারি) সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ ১০টি মোড়ে অভিযান চালাচ্ছে পুলিশের ট্রাফিক বিভাগ।
অপরদিকে কাভার্ট ভ্যান লরি চালকরা জানিয়েছেন, তারা না জেনেই রাস্তায় নেমেছেন।
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রপ্তানি পণ্যবাহী গাড়িগুলোতে বিশেষ স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে চলাচল করতে পারবে শুধুমাত্র খাতুনগঞ্জের পণ্যবাহী ট্রাকগুলো। এছাড়া অন্যকোনো ভারী যানবাহন চট্টগ্রাম শহরে চলাচল করতে পারবে না।
সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বলেন, ‘আমরা পথচারীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করছি, লিফলেট বিতরণ করছি এবং তারা যাতে জ্রেবা ক্রসিং দিয়ে রাস্তা পার হয় সে বিষয়ে তাদের সচেতন করছি।’
নগরীতে প্রায় ২ লাখের বেশি যানবাহন চলাচল করে এর মাঝে ট্রাক এবং কাভার্ট ভ্যান রয়েছে ৩০ হাজারের বেশি। বিশেষ করে বন্দর থেকে পণ্য নিয়ে আসা এসব ট্রাক ঢাকার দিকে যায়।