নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টাবোঝাই ট্রাক থেকে ১৬২ বোতল ফেনসিডলসহ ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দিনগত গভীর রাতে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকা থেকে তাদেরকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। এছাড়া, ফেনসিডিল বহনকারী ট্রাকটি জব্দ করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন।
আটককৃতরা হলেন, চালক দিনাজপুরের চিরির বন্দর নারিয়া টেকর (কোনপাড়া) কাউগা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৪), হেলপার মৃত নুরুজ্জামানের ছেলে বিলাল হোসেন (৩২), এনতাজ আলীর ছেলে এনামুল (১৮)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, মাদকের একটি চালান দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয়।
এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। ভুট্টার বস্তার ভেতর অভিনব কায়দায় রাখা ১৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ শনিবার দুপুরে দিনাজপুর জেলে পাঠানো হয়েছে।