দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পবিত্র কোরআন শরিফ অবমাননা করে ফেসবুক পোস্ট করায় অর্পন চন্দ্র নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় যুবককে গ্রেফতার করা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
অভিযুক্ত অর্পন চন্দ্র পার্বতীপুর উপজেলার রামপুরা গ্রামের সুমন দাসের ছেলে।
এর আগে সোমবার পবিত্র কোরআন শরিফে পা রেখে সেই ছবি সামাজিক মাধ্যমে (ফেসবুক) আপলোড করায় স্থানীয় মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তাকে গ্রেফতার ও বিচারের দাবিতে রাত পৌনে ১০টার দিকে পার্বতীপুর মডেল থানার সামনে স্থানীয় জনতা বিক্ষোভ করে।
স্থানীয়দের দাবি অনুযায়ী অভিযুক্ত যুবককে গ্রেফতার ও বিচার প্রক্রিয়ার আওতায় আনায় ঐ এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত ও স্বাভাবিক রয়েছে।
আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:৪১ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি