পশ্চিমবঙ্গে দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির সিনেমা ‘দশম অবতার’। পরিচালকের কপ ইউনিভার্সের নতুন সিনেমাটিতে মনোবিদের চরিত্রের অভিনয় করেছেন জয়া আহসান। ছবিটি মুক্তির পর বাংলাদেশি অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো। আর মুক্তির দিন ‘দশম অবতার’ ছবির প্রিমিয়ারে জয়ার জমকালো শাড়ির সাজ নজর কেড়েছে নেটিজেনদের।
গত ১৯ অক্টোবর সিলভার স্ক্রিনে মুক্তি পেল সৃজিত মুখোপধ্যায়ের দশম অবতার। বাইশে শ্রাবণের প্রিক্যুয়ল দশম অবতার দর্শকের বেশ ভালোই লেগেছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। এদিন ছবির প্রিমিয়ারে জমকালো শাড়িতে দেখা যায় জয়াকে। শাড়ির সাজ নজর কেড়েছে সবার বিশেষ করে নেটিজেনদের। নেটিজেনদের শিমারি শাড়ির সঙ্গে বিশেষ আকর্ষন করেছে তাঁর আঙ্গুলের পাথরখচিত আংটিটি। দেহের সঙ্গে মিশে থাকা ব্লেইজ রঙের ব্লাউজটিও চোখ ধাধিয়েছে সবার।
জয়ার অভিনয় নিয়ে আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘জয়া আহসান ছবির একমাত্র নারী চরিত্র। তার কাজটা বোধহয় সবচেয়ে কঠিন ছিল। প্রবীর আর পোদ্দারের যুগলবন্দী দেখতেই ব্যস্ত দর্শক। তাদের সংলাপে একের পর এক বাউন্ডারি। তার মধ্যে পরিচালক চিত্রনাট্যে আগের ছবিগুলোর অনেক রেফারেন্স ঢুকিয়েছেন। কটা ধরতে না ধরতেই পরিচালকের অন্য বাউন্সার তৈরি। সেসব থেকে ফুসরত পেলে যীশুর কাণ্ডকারখানা ব্যস্ত রাখবে দর্শককে। এত কিছুর মধ্যে জায়গা করে নিতে হয়েছে জয়াকে এবং তিনি সেটা দিব্যি পেরেছেন। এক ইঞ্চিও নিজের জমি ছাড়েননি। দর্শক যাতে হল থেকে বেরিয়ে তাকে মনে রাখেন, তা নিশ্চিত করেছেন জয়া।’
এদিকে সংবাদ প্রতিদিন পত্রিকার প্রিন্ট সংস্করণে জয়া অভিনীত ‘মৈত্রেয়ী’ চরিত্রটি সম্পর্কে বলা হয়েছে, ‘জয়া হলেন তিনজন পুরুষ চরিত্রের মধ্যে “ব্রিজ ওভার ট্রাবলড ওয়াটার” গানটার মতো। কিন্তু এই সেতু চুরমার করে দেওয়ার ক্ষমতাও তাঁরই হাতে। শুরু থেকে তাঁর অভিনয়ে রয়েছে ডুয়ালিটি। কখনো তিনি নড়বড়ে, কখনো সর্পিল বিদ্যুল্লতা, কখনো বিসর্জনের মতো করুণ।’
জনপ্রিয় হিন্দুস্তান টাইমস বাংলা লিখেছে, ‘সিরিয়াল কিলার-পুলিশ আর রক্তের গন্ধ মেশা এই খেলায় “পেলব” সুর হয়ে ধরা দিয়েছেন জয়া।’ পশ্চিমবঙ্গের আরেকটি গণমাধ্যম এই সময় জয়া সম্পর্কে পত্রিকাটি লিখেছে, ‘“দশম অবতার”-এর মাইকেল বেভান জয়া আহসান। পন্টিংদের খারাপ দিনে বেভান যেভাবে একা লড়ে যেতেন, এই ছবিতে জয়াও তাই। জয়ার অভিনয় দশম অবতার-এর ওপর বিশ্বাস দৃঢ় করে।’
তারকাবহুল ‘দশম অবতার’ সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও ছবিটিতে আছেন অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্তর মতো অভিনয়শিল্পীরা।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৪৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি