ঈশাত জামান মুন্না
লালমনিরহাট প্রতিনিধি : শিক্ষাখাতে সর্বচ্চ বরাদ্দ রেখে জননেত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপি আলোচনায় এসেছেন বলে উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, দেশের শিক্ষা ব্যবস্তা উন্নতস্থরে পৌছানোর জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।
আজ ৪ জুলাই বিকেল ৩ টার সময় কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বিনামূল্যে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান এবং শিক্ষা উপকরন বিতরন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এসব মন্তব্য করেন।
সমাজকল্যান মন্ত্রী আরো বলেন, শিক্ষায় শিক্ষার্থীদের মনোনিবেশ করানোর জন্য সরকার বেশকিছু উন্নয়ন প্রকল্পহাতে নিয়েছেন, বিশেষকরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য।
উক্ত শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলার বেশকরেকটি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ৫৫ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথীর বক্তব্যে কালীগঞ্জকে রংপুর বিভাগের মধ্যে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে সমাজকল্যাণ মন্ত্রীর আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবজ্জামান আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা শিক্ষা কমিটির সদস্য এবং কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।