দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৯ জনে দাঁড়িয়েছে। জীবিত উদ্ধার করা গেছে মাত্র দু’জনকে।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালের সাথে সংঘর্ষ হয় বিমানটির। এসময় বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ছয় জন ক্রু ছিলেন।
বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে পাখির ঝাঁকের সাথে সংঘর্ষের কথা এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে জানিয়েছিলেন দক্ষিণ কোরিয়ায় দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটির পাইলট। বিমানটির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা ব্ল্যাকবক্সে মিলেছে এমন তথ্য।
তবে এখনও জানা যায়নি, বিমানটিতে কোনো কারিগরি ত্রুটি ছিল কিনা। তা জানতে বিশেষ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ। দুর্ঘটনাস্থলে এখনও চলছে উদ্ধার কার্যক্রম। সবশেষ তথ্যানুযায়ী, এখনও তিন মরদেহের সন্ধান মেলেনি।
কোরিয় বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দেশের উত্তরাঞ্চলীয় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পাশের দেয়ালে ধাক্কা লেগে বিমানে আগুন ধরে যায়। এতে ১৭৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়। তবে বিমানের লেজে আশ্রয় নিয়ে অবিশ্বাস্যভাবে ২ জন বেঁচে যায়।
দুর্ঘটনার পর বিমানের যাত্রীদের আত্মীয়-স্বজন বিমানবন্দরে ভিড় করে এবং বিশ্ব নেতৃবৃন্দ তাদের সমবেদনা জানান।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মক এর কাছে পাঠানো এক বার্তায় বলেছেন, বিমান দুর্ঘটনার খবর পেয়ে আমি ‘মর্মাহত’।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচার কর্তৃপক্ষ সিসিটিভি’র উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, শি বলেছেন, ‘আমরা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের আশু আরোগ্য কামনা করছি।’
ইউরোপীয় ইউনিয়ন প্রধান উরসুলা ভন দার লেইন বলেছেন, মুয়ানে বিমান বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখে আমি খুবই শোকাহত।
ফান্সের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, প্যারিস দক্ষিণ কোরিয়ার ভয়াবহ বিমান বিধ্বস্ত হয়ে বিপুল সংখ্যক লোকের প্রাণহানিতে গভীর মর্মাহত এবং ফ্রান্স সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে।
এদিকে ইরান কোরীয় প্রজাতন্ত্র এবং থাই সরকারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। ইরান বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বার্তা পাঠিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সৌদি সরকার বন্ধু প্রতীম কোরিয় প্রজাতন্ত্রের সরকার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।’
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম