ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। পুনেতে টস জিতে প্রোটিয়াদের বিপক্ষে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে কিউইরা।
আজ বুধবার (১ নভেম্বর) মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রোটিয়াদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক টম লাথাম। দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
২০২৩ বিশ্বকাপ আসরে প্রথমে ব্যাটিং করা সবগুলো ম্যাচেই জয়ের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নেমে নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজিত হয়েছে টেম্বা বাভুমার দল। প্রোটিয়াদের এমন পারফরম্যান্সের পরও পুনের ব্যাটিং স্বর্গে ডি কক-মার্করামদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক লাথাম।
দক্ষিন আফ্রিকা-নিউজিল্যান্ড উভয়ই এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে। লুকি ফার্গুসনের পরিবর্তে টিম সাউদিকে একাদশে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। আর দক্ষিণ আফ্রিকার একাদশে ফিরে এসেছেন পেসার কাগিসো রাবাদা। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন তাবরাইজ শামসি।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জেনসেন, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিডি ও জেরাল্ড কোয়েতজে।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, জেমস নিশাম, ম্যাট হেনরি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম