৩০ টি বছর পার করে দিয়েছে লুজি খালা তার এই ভাঙ্গা ঝুপড়ি ঘরে । বিদ্যুতের আলো, বিছানা, টয়লেট কিছুই ছিলো না তার । তার নিদারুন কষ্টের এই গল্পের সমাপ্তি করলো এডভোকেট মারুফ বিন জাকারিয়া মাত্র দেড় দিনে। গত শুক্রবার সকাল ৭টায় শুরু হলো মারুফের নতুন লুজি খালার ঝুপড়ি ঘরের মেরামতের কাজ । এলাকার সবাই স্বেচ্ছায় মারুফের সাথে অংশগ্রহন করলো ।
প্রায় ৩০/৪০ জন বৃষ্টি উপেক্ষা করে সন্ধ্যার মধ্যে রান্নাঘর, টয়লেট ও ঘরের ৯০% কাজ শেষ করেছে। মারুফ জানান, দুবার প্রচন্ড ঝড় বৃষ্টির কারনে কাজ বন্ধ থাকায় পুরো শেষ করতে পারিনি। গত ২৫/৪/২০২০ ইং সকালে গিয়ে বাকি কাজটুকু শেষ করে লুজি খালাকে সব বুজিয়ে দিয়ে বিদায় নিয়েছি।
প্রত্যেকটি মানুষের আন্তরিক সহযোগিতায় কাজটি দ্রুত সম্পূর্ন হয়েছে। মারুফের মার ভুমিকাও কম নয়। তিনি সকলের জন্য নিজে রান্না করে দুপুরের খাবার পাঠিয়েছেন। এই ঘরটির যাবতীয় খরচ মারুফের পরিবার বহন করেছে।
কিন্তু এখনো অনেক মানুষ আছে যারা মানবতার কাছে নিজেদেরকে স্বেচ্ছায় সম্পৃক্ত করতে পছন্দ করে । ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব সেলিনা ইসলাম এমপি, জনাব গাজী কামাল,মামুন বিন জাকারিয়া ও যারা শ্রম দিয়েছেন। রায়পুর সাংবাদিক ইউনিয়ন এর পক্ষ থেকে ধন্যবাদ।