আরএমজি বা তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। রেডিমেড গার্মেন্টস (তৈরি পোশাক) সেক্টর বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা এবং জিডিপির মূল উৎস। আনুমানিক ৪.২ মিলিয়ন মানুষ তাদের জীবিকার জন্য আরএমজি সেক্টরের উপর নির্ভরশীল। তার মানে, লক্ষ লক্ষ পরিবার আর্থিকভাবে RMG (তৈরি পোশাক শিল্প) খাতের উপর নির্ভর করে। প্রস্তুত তৈরি পোশাক শিল্পের ক্ষমতার দিক থেকে বাংলাদেশ অন্য দক্ষিণ এশিয়ার সরবরাহকারীদের থেকে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। যদিও বাংলাদেশের পোশাক শিল্প দ্বিতীয় স্থান অর্জন করেছে, তবে এতে অনেক সমস্যা রয়েছে। বর্তমানে আরএমজি সেক্টরের মুখোমুখি হওয়া রপ্তানি প্রধান সমস্যাগুলির মধ্যে অন্যতম একটি সুনির্দিষ্ট রপ্তানি প্লাটফর্মের অভাব । অনেক তৈরি পোশাক শিল্প খাতের উদ্যোক্তাই জানেনা কিভাবে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করবে? কতটা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল? কিভাবে আন্তর্জাতিক ক্রেতা খুঁজে পেতে পারে? নানান প্রশ্নে নিজস্ব গণ্ডিতেই আটকে থাকেন দেশিয় উদ্যোক্তারা।
Aristaexport.com দেশের প্রথম অনলাইন ভিওিক আমদানি / রপ্তানি বাণিজ্য প্লাটফর্ম । যার মাধ্যমে স্বল্প সময় ও খরচ সাপেক্ষে আন্তর্জাতিক ক্রেতা ও বাজারে আপনার পণ্য রপ্তানি করতে পারেন । তৈরি পোশাক শিল্পের সম্ভাবনাকে সহযোগিতা প্রদানের লক্ষ্যে Aristaexport.com
দেশীয় উদ্যোক্তা এবং আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন,
অনলাইনে তৈরি পোশাক এর রপ্তানি বাজার পরি-বীক্ষণ করা,
অভ্যন্তরীণ / আউটবাউন্ড ডিজিটাল সুবিধা প্রদানের মাধ্যমে আপনার পণ্য সমগ্র বিশ্বে পৌঁছে দেওয়া,
আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেওয়া,
বাংলাদেশি রপ্তানিকারকদের ভোগ্য পণ্যের বাজারে রপ্তানির চাহিদা বাড়ানো সহ গ্লোবালি কানেক্ট করা,
সোশ্যাল মিডিয়ায় তৈরি পোশাক শিল্পের ব্র্যান্ডিং,
আন্তর্জাতিক পরিসরে তৈরি পোশাক রপ্তানি বাজারকে বিকশিত করতেই Aristaexport.Com এর এই পদক্ষেপ । এই প্রদর্শনীতে শুধু বাণিজ্য নয়, হবে মেলবন্ধন সৃজনশীলতারও।
তাছাড়া ও অন্তর্ভুক্ত সদস্যবৃন্দ আন্তর্জাতিক ক্রেতা পাবার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তিন স্তরে সদস্য হবার সুযোগ রয়েছে।প্রাথমিকভাবে তিন মাস উদ্যোক্তাদের কাছ থেকে কোনও ফি নেওয়া হবে না। কোনও ধরণের ফি ছাড়া প্রশিক্ষণ এবং বাজারজাতকরণের কাজটি হাতে-কলমে শিখিয়ে দেওয়া হবে।দেশের তৈরি মানসম্মত পণ্য আন্তর্জাতিক বাজারে যেন গ্রহণযোগ্যতা পায় এবং নতুন নতুন ক্রেতা গোষ্ঠী গড়ে তোলা যায় সেদিকেও লক্ষ্য রেখে কাজ করছে Aristaexport.com
প্যাকেজসমূহ:
১- গোল্ড প্যাকেজঃ ১২০০০৳ (বাৎসরিক) ৩০টি পণ্য প্রদর্শন করা যাবে।
২- প্লাটিনাম প্যাকেজ : ১৮০০০৳ (বাৎসরিক) অগণিত পণ্য প্রদর্শন করা যাবে।
৩- সিলভার প্যাকেজ (৩ মাস ফ্রি) ৫ টি পণ্য প্রদর্শন করা যাবে)
বি:দ্র [২ টি কিস্তিতে টাকা পরিশোধ করা যাবে শুধুমাএ প্লাটিনাম প্যাকেজ ব্যবহারকারী পাচ্ছেন এই ছাড়) ।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রস্তুতকারীদের একটি বড় অংশ নিজেদের ব্যবসার প্রচার এবং প্রসারের জন্য Aristaexport.com প্লাটফর্মটি একটি যুগান্তকারী ভূমিকা রাখবে। বাংলাদেশি তৈরি পোশাক শিল্পের প্রস্তুতকারীদের সুনাম বিশ্বব্যাপী রয়েছে । Aristaexport.Com প্লাটফর্মটি তৈরি পোশাক রপ্তানি খাতে একটি গ্লোবাল সোর্সিং আন্তর্জাতিক পাইকারি ব্যবসায় সুপ্রতিষ্ঠিত মানদণ্ডে পরিণত হবে । প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি সুসংহত ও টেকসই রাখা এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ লক্ষ্যে এই প্লাটফর্ম আন্তর্জাতিক পরিসরে কাজ করছে । তৈরি পোশাক শিল্পে রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশর একটি ব্র্যান্ড ইমেজ তৈরি প্রকল্পে Aristaexport.com এর যাত্রা। ।এতে অংশ নিয়ে বাংলাদেশের উৎপাদনকারীরা তাদের পণ্যের প্রচার ও প্রসারের ব্যাপক সুযোগ পাবে। ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান Aristaexport.com এর মেম্বারশীপ নিয়ে তাদের পণ্য প্রদর্শনী করেছেন । জট জটিলতা মুক্ত, বাধাবিমুক্ত তৈরি পোশাক শিল্প রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের কথা ভেবেই রপ্তানি উদ্যোক্তাদের সেবা কেন্দ্র Aristaexport.com দিচ্ছে ২৪/৭ ঘণ্টা ই -রপ্তানি সেবা। প্রযুক্তি নির্ভর বিশ্বে অনলাইন রপ্তানি বাণিজ্যের মাধ্যমে দেশকে বর্তমান সময়ের সাথে যুগোপযোগী করে তুলতেই এই পদক্ষেপ।
বিশ্বব্যাপী তৈরি পোশাক শিল্পের ব্র্যান্ড এবং দেশীয় শিল্পের উন্নয়নে Aristaexport.Com, দেশের আরএমজি শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নের গতি বজায় রাখতে সক্ষম হবে ।সন্দেহ নেই রপ্তানি বাণিজ্যই আমাদের এগিয়ে নিয়ে যাবে বিশ্ব দরবারে।আন্তর্জাতিক বাজার সৃষ্টির লক্ষ্যে রপ্তানি বাজার সম্প্রসারণে উদ্যোক্তাকে আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনীতে যোগদানে অনলাইনে ও সহায়তা দিবে Aristaexport.Com ।
না বললেই নয় বাংলাদেশের অর্থনীতিতে রপ্তানি-মুখী খাতে পোশাক শিল্পই অন্যতম। Aristaexport.com. প্লাটফর্ম কে মাধ্যম হিসেবে ব্যবহার করে বাংলাদেশ পোশাক শিল্পের হাত ধরে বিশ্ববাজারে একটি ব্র্যান্ড সৃষ্টি করবে।নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে স্বনির্ভর হয়ে উঠবে জাতি। অর্থনৈতিক মন্দা কাটাতে, দেশের তৈরি পোশাক শিল্পকে বাঁচিয়ে , স্বল্প খরচ ও সময়ে আপনার পণ্য বিশ্ববাজারে পৌঁছে দিতে আপনাকে সমস্ত রপ্তানি সহায়তা দিতে ২৪/৭ ঘণ্টা কাজ করছে দেশের বৃহত্তম অনলাইন রপ্তানি বাণিজ্য প্লাটফর্ম হিসেবে ।
এই যুগোপযোগী পদক্ষেপ কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এক উৎসাহ-জনক অবদান রাখবে । বাংলাদেশ এই শিল্পের হাত ধরে বিশ্ববাজারে একটি ব্র্যান্ড সৃষ্টি করবে। যার মাধ্যমে প্রতিনিয়ত আমাদের দেশ বিশ্ব-দরবারে নতুন পরিচিতি ও সুনাম অর্জন করবে। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র এবং চক্রান্ত পেরিয়ে এগিয়ে যাবে আমাদের গার্মেন্টস শিল্প। ঘুরে দাঁড়াবে এই খাত।
Aristaexport.com তৈরি পোশাক শিল্পখাতের জন্য একটি মিলন মেলার মতো কাজ করছে । এই প্লাটফর্মটি বহু খাত নিয়ে একইসাথে কাজ করছে বলে সমগ্র আন্তর্জাতিক বাজারের একটি সামগ্রিক ধারনা দেবে । তবে আর দেরি কেন প্রযুক্তি নির্ভর বাংলাদেশে Aristaexport.com প্লাটফর্ম কে মাধ্যম হিসেবে ব্যবহার করে ঘরে বসে স্বল্প পূজিতে হয়ে উঠুন একজন সফল রপ্তানিকারক।
যোগাযোগের ঠিকানা:
বারেক ম্যানশন ৩/৫৮/ ১০/এ ফ্রি স্কুল স্ট্রিট , পান্থপথ, ঢাকা ১২০৫ ( বসুন্ধরা মার্কেটের বিপরীত পাশে)
টেলিফোন-০৯৬১৭৪০০-৫০০
ওয়েবসাইট- https://www.aristaexport.com/
ইমেইল- support@aristaexport.com