বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনগুলোর হাত থেকে দেশকে রক্ষা করতে শীঘ্রই সিরিয়ায় অভিযানে নামবে তুর্কি সেনাবাহিনী। সিরিয়ায় নতুন সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, কয়েক দিনের মধ্যে উত্তর সিরিয়ায় ফোরাত নদীর পূর্বদিকে সামরিক অভিযান শুরু করবে তুরস্ক এবং এই পদক্ষেপ সিরিয়ার রাজনৈতিক সঙ্কট সমাধান সহজতর করবে। তুরস্কের রাজধানী আঙ্কারায় বেস্টেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে বুধবার অনুষ্ঠিত তুর্কি প্রতিরক্ষা শিল্প সম্মেলনে ভাষণ দেয়ার সময় এরদোগান এসব কথা বলেন।এ সময় এরদোগান বলেন, ফোরাত নদীর পূর্বের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে নিশ্চিহ্ন করার জন্য তুরস্কের সিদ্ধান্তকে বাস্তবে পরিণত করার এখনই উপযুক্ত সময়। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে সিরিয়ায় দুবার সামরিক অভিযান চালিয়েছে তুরস্ক। সর্বশেষ গত মার্চ মাসে ‘অপারেশন অলিভব্রাঞ্চ’ নামে আফরিন শহরে ওয়াইপিজিকে হটিয়ে দেয় অভিযান চালানো হয়।