আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার উত্তরাঞ্চলে এসডিএফ নিয়ন্ত্রিত দুটি শহরকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানো হবে বলে গতকাল বুধবার (১ জুন) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জানিয়েছেন। তুরস্ক অভিযান শুরু করার আগে যুক্তরাষ্ট্রের অনুমতির জন্য অপেক্ষা করবে না বলেও জানান তিনি।
সংবাদমাধ্যম আলজাজিরার বরাত দিয়ে এরদোগান বলেন, আসন্ন এই সামরিক অভিযানে তুরস্ক উত্তর সিরিয়ার দুটি শহরে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু করবে। তিনি আরো বলেন, আমরা আমাদের দক্ষিণ সীমান্তে ৩০ কিলোমিটার নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আরেকটি পদক্ষেপ নিচ্ছি। আমরা তাল রিফাত এবং মানবিজ পরিষ্কার করব। তিনি উত্তর সিরিয়ার দুটি শহর উল্লেখ করেই এই কথা বলেন। এরদোগানের মতে, তখন তুর্কি বাহিনী ধাপে ধাপে অন্যান্য অঞ্চলে অগ্রসর হবে।
গত এক সপ্তাহ ধরে তুরস্কের নেতা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালানোর হুমকি দিচ্ছেন। তিনি ওয়াইপিজি কেও টার্গেট করছেন। আর আঙ্কারা ওয়াইপিজিকে একটি সন্ত্রাস গোষ্ঠী হিসেবে বিবেচনা করে এবং তাদের মতে এটি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এর অন্তর্গত। পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালায় এবং সেই সংঘর্ষে কয়েক হাজার মানুষ মারা যায়। এদিকে সিরিয়ায় তুর্কি নিরাপত্তা বাহিনীর ওপর ওয়াইপিজি হামলার অভিযোগ এনেছে তুর্কি সরকার।
এরদোগান বলেন, আমরা দেখব কে তুরস্কের বৈধ নিরাপত্তা অভিযানকে সমর্থন করে এবং কারা তাদের বিরোধিতা করার চেষ্টা করে।
সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) সতর্ক করেছে যে আঙ্কারার একটি সামরিক অভিযান উত্তর-পূর্ব সিরিয়ায় আইএসআইএস সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করার প্রচেষ্টাকে দুর্বল করবে।
কুর্দি-নেতৃত্বাধীন বাহিনীর মুখপাত্র ফরহাদ শামি বলেছেন, এসডিএফ একটি সম্ভাব্য যুদ্ধের আশা করছে। আক্রমণের ক্ষেত্রে আমরা ইসলামিক স্টেট গ্রুপ আইএসআইএলএর বিরুদ্ধে আমাদের যুদ্ধ থামিয়ে দেব এবং তুর্কি আক্রমণের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করব।
গত মঙ্গলবার এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছিলেন দুই দেশের মধ্যে ২০১৯ সালের স্বাক্ষরিত একটি চুক্তি তুর্কি-সিরিয়ান সীমান্তে একটি নিরাপত্তা বলয় তৈরির অনুমতি দিয়েছে। তিনি কুর্দি জঙ্গি গোষ্ঠীগুলির প্রতি তাদের নম্রতা বিবেচনা করে ন্যাটো সদস্যতার জন্য ফিনল্যান্ড এবং সুইডেনের সাম্প্রতিক আবেদনেরও বিরোধিতা করেন।
উল্লেখ্য, মানবিজ এবং তাল রিফাত উভয়ই কুর্দি জনসংখ্যার একটি বড় দল এবং সিরিয়ার সাথে তুরস্কের সীমান্তের কাছে অবস্থিত।